gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ৫ আগস্টের পর রামিম-তাশরিকদের আরেক ‘যুদ্ধ’ খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার : নার্গিস বেগম ডায়াবিটিস নিয়ন্ত্রণে করলা: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই তেঁতো ওষুধ ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন যশোরে প্রেমে সাড়া না দেওয়ায় এসিড নিক্ষেপ, তরুণীসহ তিনজন আহত যশোরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশসহ আটক এক, তিনজনের নামে মামলা অস্ত্র মামলায় যশোর কাজীপাড়ার প্রান্তের ১৭ বছর কারাদন্ড খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের
নাজিরপুরে গাবগাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ১২:৫১:০০ পিএম
আল-আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:
GK_2024-07-10_668e2f893e26b.jpg

পিরোজপুরের নাজিরপুরে গাবগাছ থেকে পড়ে মো. হানিফ দড়ানি (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত হানিফ দড়ানি উপজেলার সদর ইউনিয়নের রুহিতলা (দাসের হাওলা) এলাকার ভদ্দর আলী দড়ানির ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার (১০ জুলাই) সকালে ওই এলাকার মালিবাড়ি সংলগ্ন এলাকায়। স্থানীয় ইউপি সদস্য মো. আইয়ুব আলী কাজী বলেন, ওই বৃদ্ধ পেশায় একজন কৃষক। তার নিজস্ব নৌকা আছে। ওই নৌকায় গাবের কষ দিয়ে গাওয়ানি দিতে গাব সংগ্রহ করতে যান। এ সময় গাব গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের ছেলে ফেরদাউস দড়ানি বলেন, তার পিতা ওই দিন সকাল সোয়া ৮টার দিকে নৌকার গাওয়ানি দেয়ার জন্য নিজ এলাকার ব্রোজেন মালির বাড়ির পাশের বাগানে গাব পাড়তে যান। গাব গাছে গাব পাড়তে উঠলে তিনি সেখান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিপন পাল বলেন, ওই বৃদ্ধকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল তদন্ত করে ঘটনার বাস্থবতা জানা যাবে।

আরও খবর

🔝