gramerkagoj
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪ ৭ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
রাখাইনে জান্তার বিমান হামলা, বিকট শব্দে কাঁপছে টেকনাফ
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ০৩:১৪:০০ পিএম , আপডেট : সোমবার, ২১ অক্টোবর , ২০২৪, ০৯:৫৩:০১ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-07-10_668e4acf22554.jpg

মিয়ানমারের রাখাইন রাজ্যে বেশ কিছুদিন ধরে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। জান্তা সরকার তীব্র আন্দোলনের মুখে পড়ে একে একে হারাচ্ছে সেনাঘাঁটি ও শহর। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সীমান্তঘেঁষা রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে মিয়ানমারের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী।
মঙ্গলবার ভোর থেকে বুধবার (১০ জুলাই) দুপুর পর্যন্ত একের পর এক মর্টার শেল ও বিমান হামলার বিকট শব্দে কাঁপছে এপারে কক্সবাজারের টেকনাফ। এতে সীমান্ত পাড়ের বাসিন্দাদের মাঝে আতঙ্ক বাড়ছে।
টেকনাফের বাসিন্দারা বলছেন, গত কয়েক মাস ধরে নিজেদের অস্তিত্ব রক্ষায় জান্তা সমর্থিত বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত চলছে। সেই সংঘাতের জেরে আমাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, টানা কয়েকদিন ধরে মংডুতে জান্তা সমর্থিত বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির তুমুল সংঘর্ষ চলছে। মঙ্গলবারও বাংলাদেশের কাছাকাছি টেকনাফ শাহপরীরদ্বীপ থেকে বোমা হামলার দৃশ্য দেখা যায়। এতে মানুষের মধ্যে আতংক বাড়ছে।
সাবারাং নয়াপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, মায়ানমারে গৃহযুদ্ধ চলছে। তবে টানা কয়েকদিন ধরে যে পরিমাণ শব্দ শুনছি তা এর আগে শুনতে পাইনি। বিস্ফোরণের কারণে দালান ঘর কেঁপে উঠছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মর্টার শেল ও বোমা বিস্ফোরণের শব্দে নির্ঘুম রাত কাটাচ্ছে সেন্টমার্টিনবাসী।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝