gramerkagoj
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪ ৭ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কৃষকলীগ নেতা কাশেম হত্যার প্রধান আসামি মুসা গ্রেপ্তার
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ০৩:০২:০০ পিএম , আপডেট : সোমবার, ২১ অক্টোবর , ২০২৪, ১১:৩৮:৪৫ এএম
শ্যামনগর (সাতক্ষীরা) অফিস:
GK_2024-07-10_668e50f624ff1.jpg

সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাসেম আলী কাগুজী হত্যা মামলার প্রধান আসামি মুসা গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) রাত আড়াইটার দিকে নড়াইল জেলার তুলারামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মুছা গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের আফসার আলী গাজীর ছেলে। হত্যার ঘটনায় আরও পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইলের তুলারামপুর গ্রামের এরশাদ আলীর বাড়ি থেকে মুছা গাজীকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত ৪ জুলাই মধ্যরাতে স্ত্রীকে নৌকায় বেধে রেখে গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম আলী কগুজিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে মুছা গাজীসহ ৮জনের নামের উল্লেখ ও অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝