gramerkagoj
সোমবার ● ৭ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জ্বালানী তেল পরিবেশক সমিতি যশোরের সাধারণ সভা ও কমিটি গঠন যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা অনুষ্টিত মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৪ শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক যশোরে কৃষকদল নেতা তরিকুল হত্যায় আরও দুইজন আটক বাঘারপাড়ার বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা জুলফিকার আলীর মৃত্যু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু পাইকগাছার ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পর সোনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার যশোরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই আটক মব সহিংসতায় জড়িতদের ছাড় নয়
স্ত্রীকে নকল সরবরাহ করতে গিয়ে ধরা, স্বামীর একমাসের জেল
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ০৩:৫০:০০ পিএম
রাজশাহী প্রতিনিধি:
GK_2024-07-10_668e5982281d2.jpg

রাজশাহীর চারঘাটে কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি (বিএম) প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নন্দনগাছী ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল বাতেন (৩০)। তিনি চারঘাট উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, নন্দনগাছী ডিগ্রি কলেজ কেন্দ্রে কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি (বিএম) প্রথম বর্ষের হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ পরীক্ষা চলছিল। ওই যুবক তার স্ত্রীকে নকল সরবরাহ করতে শিক্ষার্থী পরিচয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তার পথ রোধ করে কেন্দ্রে অবস্থানরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে মোবাইল ফোনে পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র সহ তাকে হাতেনাতে আটক করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন বলেন, হাতেনাতে আটকের পর অপরাধ স্বীকার করায় পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের দায়ে তাকে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

🔝