gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০ জন সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ৫ আগস্টের পর রামিম-তাশরিকদের আরেক ‘যুদ্ধ’ খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার : নার্গিস বেগম ডায়াবিটিস নিয়ন্ত্রণে করলা: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই তেঁতো ওষুধ ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন যশোরে প্রেমে সাড়া না দেওয়ায় এসিড নিক্ষেপ, তরুণীসহ তিনজন আহত যশোরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশসহ আটক এক, তিনজনের নামে মামলা অস্ত্র মামলায় যশোর কাজীপাড়ার প্রান্তের ১৭ বছর কারাদন্ড
যশোর জেলা শ্রমিক লীগের আসন্ন সম্মেলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ০৪:২৭:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৭ জুন , ২০২৫, ১১:৫২:১৩ এএম
কাগজ সংবাদ:
GK_2024-07-10_668e6103e6763.jpg

যশোর জেলা শ্রমিক লীগের একটি অংশ হঠাৎ করেই আগামী ১৩ জুলাই সম্মেলন আহবান করেছে। এর প্রতিবাদে ঐ সম্মেলন বন্ধের দাবি জানিয়ে এবং এমন সম্মেলন করা সংগঠন পরিপন্থি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এসময় তাকে জোরালো সমর্থন দিয়ে বক্তব্য রাখেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ সদস্য জবেদ আলী।
বুধবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিখিত বক্তব্যে বলেন ১৩ জুলাই জেলা সম্মেলন হচ্ছে আমি পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু আমার কাছে কোন প্রকার চিঠি আসেনি এবং কেন্দ্রের কোনো নির্দেশনাও আমি পাইনি।
তিনি বলেন, একটা দলের সম্মেলন হতে হলে নির্বাহী কমিটির একটা বা একাধিক বর্ধিত সভা হতে হয়। সেই সভা ডাকার নিয়ম সভাপতি ও সম্পাদকের। অথচ কখন সভা হলো, আর কখন সম্মেলনের দিন-তারিখ ঘোষণা হলো, তা আমরা সভাপতি-সম্পাদকই জানলাম না। ৫ দিনের সময় নিয়ে সম্মেলন হচ্ছে, যা কোনভাবেই সম্ভব না এবং সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থি। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্মাক্ষরিত মর্মে প্রকাশিত হয়েছে এই খবরটা পত্রিকার মাধ্যমে জানলাম, অথচ আমিই কোন চিঠি পেলাম না। এই সম্মেলন দেয়ার প্রশ্নে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমার সাথে নূন্যতম আলোচনা করেননি। জেলা কমিটির সভাপতি ও সম্পাদক হিসেবে আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদককে আহবান জানাই, অনতিবিলম্বে ১৩ জুলাইএর সম্মেলন স্থগিত করে নিয়ম অনুযায়ী আগামীতে সম্মেলনের দিন-তারিখ নির্ধারণ করা হোক। সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বর মাসের যে কোনো দিন সম্মেলনের তারিখ ঘোষণা করা যেতে পারে।
জেলা শ্রমিক লীগের এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সহসভাপতি রাইদুল ইসলাম, মহশীন কবীর, মর্তুজা হোসেন, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, আনিসুর রহমান বিপুল, এইচ এম শাহীন সিদ্দিকী চিরু, প্রচার সম্পাদক চান মিয়া, সহপ্রচার সম্পাদক শেখ তৌহিদুর রহমান শাহীন, শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নুসহ বিভিন্ন বেসিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

🔝