gramerkagoj
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫ ১০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
পাকিস্তানের নির্বাচক কমিটি থেকে ওয়াহাব-রাজ্জাক বাদ
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ০৭:০৬:০০ পিএম , আপডেট : শনিবার, ২১ জুন , ২০২৫, ০৪:৫৩:১৬ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-07-10_668e90a702e11.JPG

টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ছিল একেবারেই অনুউজ্বল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।
সেই ব্যর্থতায় চাকরি হারিয়েছেন ওয়াহাব রিয়াজ ও আব্দুর রাজ্জাক। নির্বাচক কমিটি থেকে তাদের বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক বিবৃতিতে বুধবার পিসিবি জানায়, জাতীয় নির্বাচক কমিটিতে রাজ্জাক ও ওয়াহাবের সার্ভিস আর প্রয়োজন নেই। পরবর্তীতে নির্বাচক প্যানেলে কারা আসবেন তা পরে জানানো হবে বলেও জানানো হয় বিবৃতিতে।
বিশ্বকাপের আগে মার্চ মাসে সাত সদস্যের নির্বাচক কমিটি গঠন করে পিসিবি। সেখানে ছিল না কোনো প্রধান নির্বাচক পদ। এবার নতুন করে প্যানেল গঠন করলে হয়তো ফেরানো হবে প্রধান নির্বাচক পদটি, এমনটাই জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

আরও খবর

🔝