gramerkagoj
শুক্রবার ● ১৭ জানুয়ারি ২০২৫ ৪ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ঝিনাইদহে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদন্ড
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ০৯:১০:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি , ২০২৫, ১০:৫৭:৩৭ এএম
রাজিব হাসান, ঝিনাইদহ:
GK_2024-07-10_668ea4a33947f.jpg

ঝিনাইদহে অস্ত্র মামলায় আলমগীর হোসেন নামে একজনকে দুটি ধারায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচার মো. আব্দুল মতিন এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আলমগীর সদর উপজেলার বড় মান্দারবাড়িয়া গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার আসামি আলমগীরকে পুলিশ রিমান্ডে এনে মামলার প্রকৃত ঘটনা ও রহস্য নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে পূর্বের তথ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদ করলে আসামির কাছে অবৈধ অস্ত্র আছে বলে স্বীকার করে। পরে আসামির গ্রামের বাড়ি মান্দারবাড়িয়া গ্রামে ২০১৯ সালের নভেম্বর মাসের ১২ তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামির বাড়ির পেছনের খড়ের পালার মধ্য থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই ব্রজবল্লভ সাধু পরদিন ১৩ নভেম্বর সদর থানায় অস্ত্র আইনে আলমগীরের নামে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ওই বছরের ১২ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে অস্ত্র আইনের একটি ধারায় সাত বছর সশ্রম কারাদন্ড এবং অপর ধারায় ১০ বছরের কারাদন্ড প্রদান করে। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝