gramerkagoj
শনিবার ● ১০ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
gramerkagoj
বুধ-বৃহস্পতিবার অফিস খোলা চার ঘণ্টা
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুলাই , ২০২৪, ০৮:২৬:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2024-07-23_669fc2f092daf.jpg

বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন তথ্য জানানো হয়েছে।
এর আগে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রোব ও সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।
এদিকে দেশব্যাপী চলমান কারফিউর বিষয়েও নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার বিকেলে মন্ত্রী বলেন, বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ ছাড়া বাকি জেলাগুলোর কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।
এছাড়া, মঙ্গলবার রাতেই অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন ডাকা, টেলিযোগাযোগ ও তথ্য পযুুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আরও খবর

🔝