শিরোনাম |
যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলনসহ চারজনকে অভিযুক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই হেলাল উজ্জামান।
অপর অভিযুক্ত আসামিরা হলো, পুরাতন কসবা পুলিশ লাইন এলাকার শেখ দস্তগীর হোসেন উজ্জ্বল, টালিখোলার মারুফুজ্জামান ও পুরাত নকসবা কদমতলার শফিকুল ইসলাম।
মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পালবাড়ি ঘোষপাড়া কাচাবাজারের ওয়াহিদুর রহমানের ভবনের নিচতলায় কিছু মানুষ মদ পান করে মাতলামি ও এলাকার পরিবেশ নষ্ট করছে। রাত ৮টার দিকে সেখানে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় তিন বোতল মদসহ মদ খাওয়ার সরঞ্জম। এ ঘটনায় কোতয়ালি থানার এসআই অমিত কুমার দাস বাদী হয়ে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা।