gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম শক্তিশালী বাঙ্কার বাস্টার তৈরি করছে ভারত ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০ জন সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ৫ আগস্টের পর রামিম-তাশরিকদের আরেক ‘যুদ্ধ’ খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার : নার্গিস বেগম ডায়াবিটিস নিয়ন্ত্রণে করলা: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই তেঁতো ওষুধ ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন যশোরে প্রেমে সাড়া না দেওয়ায় এসিড নিক্ষেপ, তরুণীসহ তিনজন আহত যশোরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশসহ আটক এক, তিনজনের নামে মামলা
মাদক মামলায় কাউন্সিলর মিলনসহ চারজনকে অভিযুক্ত করে চার্জশিট
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুলাই , ২০২৪, ১১:০৮:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-07-23_669fe46c9fc59.jpg

যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলনসহ চারজনকে অভিযুক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই হেলাল উজ্জামান।
অপর অভিযুক্ত আসামিরা হলো, পুরাতন কসবা পুলিশ লাইন এলাকার শেখ দস্তগীর হোসেন উজ্জ্বল, টালিখোলার মারুফুজ্জামান ও পুরাত নকসবা কদমতলার শফিকুল ইসলাম।
মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পালবাড়ি ঘোষপাড়া কাচাবাজারের ওয়াহিদুর রহমানের ভবনের নিচতলায় কিছু মানুষ মদ পান করে মাতলামি ও এলাকার পরিবেশ নষ্ট করছে। রাত ৮টার দিকে সেখানে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় তিন বোতল মদসহ মদ খাওয়ার সরঞ্জম। এ ঘটনায় কোতয়ালি থানার এসআই অমিত কুমার দাস বাদী হয়ে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা।

 

আরও খবর

🔝