gramerkagoj
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫ ১০ আষাঢ় ১৪৩২
gramerkagoj

❒ নারী টি-২০ এশিয়া কাপ

ভারতকে উড়িয়ে লঙ্কান মেয়েরা চ্যাম্পিয়ন
প্রকাশ : রবিবার, ২৮ জুলাই , ২০২৪, ০৮:০৭:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-07-28_66a6529079259.JPG

নারী এশিয়া কাপের ট্রফি অনেকাংশেই নিজেদের সম্পত্তি বানিয়েছিল ভারত। চলতি আসর বাদ দিলে টুর্নামেন্টের আটটি আসরে সাতবার চ্যাম্পিয়ন তারা। ২০১৮ সালে অন্য শিরোপাটি জিতেছিল বাংলাদেশের মেয়েরা। ভারতের দূর্গে এবার হানা দিয়ে ট্রফি জয় করেছে শ্রীলঙ্কার মেয়েরা।
রোববার ডাম্বুলায় টি-২০ এশিয়া কাপের ফাইনালে ভারতকে আট উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। এর আগে পাঁচ বার ফাইনালে পা রাখলেও ট্রফি হাতে নেওয়া হয়নি। এবার নিজেদের ঘরের মাঠে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে উঠে এবার খালি হাতে ফেরেনি চামিরা আতাপাত্তুর দল।
শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়ন করার পথে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন আতাপাত্তু। পুরো টুর্নামেন্টে স্বপ্নের মতো ব্যাটিং করেছেন তিনি। পাঁচ ম্যাচে ১০১.০৩ গড়ে ৩০৪ রান করেছেন। স্ট্রাইকরেট ছিল ১৪৬.৮৫। একটি সেঞ্চুরির বিপরীতে রয়েছে ফিফটি তার।
যার সবশেষ ফিফটি ভারতের বিপক্ষে ফাইনালে করেছেন আতাপাত্তু। ওপেনিংয়ে নেমে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। ১৪১.৮৬ স্ট্রাইকরেটে ৬১ রানের ইনিংস লঙ্কার জয়কে অনেক সহায়তা করেছে। নয়টি চার ও দু’টি ছক্কার ইনিংসের ওপর ভর করে পরে দলকে জয় এনে দিয়েছেন হরশিতা সামারাবিক্রমা। ছয়টি চার ও দু’টি ছক্কায় ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে আট বল হাতে রেখে আট উইকেটের বড় জয় এনে দিয়েছেন সামারাবিক্রমা। তৃতীয় উইকেটের অপরাজিত ৭৩ রানের জুটিতে অবশ্য তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন কাভিশা দিলহারি। ১৮৭.৫৬ স্ট্রাইকরেটে একটি চার ও দু’টি ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন দিলহারি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেটে ১৬৫ রান করে ভারতের মেয়েরা। ওপেনিংয়ে নেমে টানা দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন স্মৃতি মান্ধানা। তার ৬০ রানের সঙ্গে জেমিমা রদ্রিগেজ (২৯) ও রিচা ঘোষের (৩০) পচিশোর্ধ্ব ইনিংসে লক্ষ্যটা দাঁড় করেছিল ভারত। তবে স্বাগতিক শ্রীলঙ্কার মেয়েরা সেই বাঁধা অতিক্রম করেছে আনায়াসে।

আরও খবর

🔝