gramerkagoj
সোমবার ● ৭ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জ্বালানী তেল পরিবেশক সমিতি যশোরের সাধারণ সভা ও কমিটি গঠন যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা অনুষ্টিত মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৪ শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক যশোরে কৃষকদল নেতা তরিকুল হত্যায় আরও দুইজন আটক বাঘারপাড়ার বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা জুলফিকার আলীর মৃত্যু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু পাইকগাছার ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পর সোনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার যশোরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই আটক মব সহিংসতায় জড়িতদের ছাড় নয়
নরম পালি ঠাইসে ধরে!
প্রকাশ : রবিবার, ২৮ জুলাই , ২০২৪, ০৯:৫০:০০ পিএম
আক্কেল চাচা:
GK_2024-07-28_66a668de3a6eb.jpg

এক ওসি সাহেব থানায় বইসে নানান কাজে ব্যস্তর। এর মদ্দি টেলিফোন কিরিং কিরিং কইরে বাইজে উইটলো। তিনি একবার তাগালেন। টেলিফোন বাইজেই চইলেচে। শব্দোর কচনে কাজের ক্ষেতি হচ্চে। অবলাস্টে রাগের মাতায় টেলিফোনের রিসিবার কানে নিয়ে গরম দিয়ার আগেই ও মাতাত্তে একজন জানালে এক খাইন বাদার খবর। শহরের শেষ মাতায় এক বাড়িতি এক লোক খুন হইয়েচে।
টেলিফোন রাইকেই ওসি সাহেব এক দারোগারে জরুলী তলব কইরে কলেন, এক্কুনি যে বাড়িতি খুন হইয়েচে ঐ বাড়িতি যাতি, খুনি নাই তকনো বাড়ির মদ্দি রইয়েচে। তারে হাতে নগদ ধইরে আনতি হবে এনি হাউ যে কোন মূল্যেয়। যাওয়ার আগে হ্যাও কলেন, জাগায় পৌছোয় যেন ঝনাত খচাত তারে মুবাল কইরে আপডেট জানায়। অডার পাইয়েই তা তালিমি সাতে সাতে হল্লা গাড়ি ভইরে গাছিক খানিক কনস্টোবল নিয়ে ছুইটে গেলেন দারোগা বাবু। জাগায় পৌছোয়েই ওসি সাহেব রে মুবালি কল দেচেন। ওসি সাহেব কল রিসিব কইরে কলেন, কি অবস্তা? দারোগা কলেন, খুন হইয়েচে খবরডা সত্যি। তেবে ইডা এট্টা পারিবারিক খুন। ওসি সাহেব কলেন, পারিবারিক খুন কি ভাবে হইলো, কল্লে কিডা। দারোগা কলেন, বর বউ’র কাইজে বাদায়ে খুন হইয়েচে। ওসি সাহেব করেন, খুনির বন্ননা দেও। দারোগা কলেন, বউডা খুব বদরাগি। উনি ঘর মুইছে কেবলি দরজার গুড়া পন্তিক আইয়েচেন, এরমদ্দি বর হন্তদন্ত কইরে ঘরে ঢুকতিই বউ দরজা দিয়া ডাসা দিয়ে বরের মাতায় দেচে বাড়ি। ব্যস বাড়ি খাইয়ে বরডা গেচে পাটায়ে। ওসি সাহেব কলেন, কওয়া নেই বুলা নেই ঘরে ঢুকতিই বাড়ি দেলে ক্যান, আগের গন্ডগোলের জের না কি? দারোগা কলেন, না স্যার, বিটিডা ঘর মুছতিলো, তকনো পানি শুকোয়নি, ভিজে ঘরে বর ঢুকতিই তার মটকা যায় গরম হইয়ে। তাই ঢাসা দিয়ে বাইড়োন দেচে। ওসি সাহেব কলেন, সেই বিটি একন কনে? দারোগা কলেন, ঘরের মদ্দি। ওসি সাহেব কলেন, ওরে পাকড়াও করিচো? দারোগা কলেন না স্যার। ওসি রাইগে কলেন, ক্যান, ওরে না ধইরে কোন সুকি বইসে আচাও। এবার দারোগা গলার স্বর এট্টু নামায় কলে, স্যার ঘর একনো শুকোয় পারি নি। তাই মদ্দি যায় নি!
পিরায় ইরাম দেকি শক্তোর কাচে পিটি সহসা ভিড়তি চায় না, নরম পালি ঠাইসে ধরে। আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা

 

 

আরও খবর

🔝