gramerkagoj
সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নিহত ফিলিস্তিনির ৭০ ভাগই নারী ও শিশু
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুলাই , ২০২৪, ০৮:৪৬:০০ এএম
:
GK_2024-07-29_66a772fae4ffb.jpg

গাজায় মাস নয়েক ধরে ইসরায়েলের যে স্থল ও বিমান হামলা চলছে, তাতে ৩৯ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানাচ্ছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। এও বলা হচ্ছে, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু, বলছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৭ অক্টোবর ইসরায়েল ভূখ-ে হামাসের হামলায় প্রায় ১২০০ মানুষের মৃত্যু হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয় বলে দাবি করে আসছে ইসরায়েল।
এর পাল্টায় গাজায় যে অভিযান ইসরায়েল চালিয়ে আসছে, তাতে বৃহস্পতিবার পর্যন্ত ৩৯ হাজার ১৭৫ জনের প্রাণ গেছে বলে হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য। এই সংখ্যা কীভাবে গণনা করা হয়, সেটি কতটা নির্ভরযোগ্য, বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের সংখ্যা এবং কোন পক্ষের কী ভাষ্য তা জানার চেষ্টা করেছে বার্তা সংস্থা রয়টার্স। যুদ্ধ শুরুর মাসগুলোতে নিহতের সংখ্যা গণনা করা হতো হাসপাতালে আসা মৃতদেহ দেখে। তখন বেশিরভাগের নাম ও পরিচয় নথিবদ্ধ করা হতো। সংঘাতের মধ্যে কমসংখ্যক হাসপাতাল ও মর্গের কার্যক্রম চলায় কর্তৃপক্ষ অন্য পদ্ধতিও অবলম্বন করে। মে মাসের শুরু থেকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় অজ্ঞাত ব্যক্তিদের লাশের সংখ্যাও মোট প্রাণহানির পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করে। তাতে দেখা যায়, অজ্ঞাত লাশের সংখ্যা মোট প্রাণহানির প্রায় এক-তৃতীয়াংশ। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইমার্জেন্সি অপারেশন সেন্টারের প্রধান ওমর হুসেইন আলী বলেন, এসব মৃতদেহ হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে এসেছেই ব্যক্তিগত তথ্য বা পুরো নাম ছাড়া। মৃতের পরিসংখ্যানে এমন ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের স্বজনরা পরিচয় নম্বরসহ বিভিন্ন তথ্য অনলাইনে সরবরাহ করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মৃতদেহ থাকায় বর্তমান পরিসংখ্যানে সব মৃত্যু প্রতিফলিত হয়নি। কেবল মে মাসেই প্রায় ১০ হাজার মৃতদেহ এভাবে গণনা করা হয়নি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু।
পরিস্থিতি যা বলছে তা হলো, বেসামরিক স্থাপনা, হাসপাতাল এবং আশ্রয় কেন্দ্রেই বেশি হামলা আর আর বর্বরতা চালিয়েছে ইসরায়েল। এ পরিস্থিতি থেকে কবে উত্তরণ ঘটবে তা বোধহয় জাতিসংঘও বলতে পারবে না।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝