শিরোনাম |
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। ইরানের তেহরানে নিজ বাসভবনে তাকে হত্যা করা হয়।
ইরানের রেভল্যুশনারি গার্ডস নিশ্চিত করেছে যে হানিয়া এবং তার এক দেহরক্ষীকে তার বাসভবনে হত্যা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ বুধবার সকালে ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে বলে জানিয়েছে আল জাজিরা।
আইআরজিসির আরও জানিয়েছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। তবে তিনি কীভাবে নিহত হয়েছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
হামাস জানিয়েছে, তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে বিশ্বাসঘাতক ইহুদিবাদী হামলায় নিহত হয়েছেন তিনি।