gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ৫ আগস্টের পর রামিম-তাশরিকদের আরেক ‘যুদ্ধ’ খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার : নার্গিস বেগম ডায়াবিটিস নিয়ন্ত্রণে করলা: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই তেঁতো ওষুধ ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন যশোরে প্রেমে সাড়া না দেওয়ায় এসিড নিক্ষেপ, তরুণীসহ তিনজন আহত যশোরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশসহ আটক এক, তিনজনের নামে মামলা অস্ত্র মামলায় যশোর কাজীপাড়ার প্রান্তের ১৭ বছর কারাদন্ড খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের যশোরে লাইলি-মজনুকেও হার মানালো রহিম-সোহাগীর প্রেম
ট্রেনে যেনো নিরাপত্তা থাকে
প্রকাশ : বুধবার, ৩১ জুলাই , ২০২৪, ০৯:৪১:০০ পিএম
সম্পাদকীয়:
GK_2024-07-31_66aa5b4a2b043.jpg

কোটা আন্দোলনে ব্যাপক সহিংসতার জেরে দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। শুরুতে কেবল কারফিউ শিথিলের সময় স্বল্প দূরত্বের ট্রেন চলবে। বুধবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন সাংবাদিকদের বলেন, ‘আপাতত স্বল্প দূরত্বে কিছু ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার থেকে এসব ট্রেন চলাচল করবে। দিনের বেলা যখন কারফিউ শিথিল থাকবে, তখন চলবে ট্রেন।’ আন্তঃনগর ট্রেন চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই মঙ্গলবার ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী ও ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। তাতে কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরের দিন ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। তবে ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেদিন ঢাকার মহাখালীতে রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয়। রেলপথের টঙ্গী-ভৈরব অংশের নরসিংদীতে রেললাইন তুলে ফেলা হয়। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গায় রেলপথ অবরোধ করা হয়। নিরাপত্তাহীনতার মধ্যে ওই দিন দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন রুটের ট্রেনের সব যাত্রা বাতিল ঘোষণা করা হয়।
এক সপ্তাহ বন্ধ থাকার পর ২৫ জুলাই থেকে সীমিত পরিসরে ট্রেন চালুর ঘোষণা দিলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে রেলওয়ে। আবার স্বল্প পরিসরে ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে, এটি ভালো কথা। কারণ ট্রেন এদেশে অন্যতম গণপরিবহণ। ট্রেন চলা আনন্দের সংবাদ। তবে সেই আনন্দ যেনো বিষাদে পরিণত না হয়। ট্রেনে নাশকতার উদাহরণ অজস্র রয়েছে। কাজেই ট্রেনে সকল নিরাপত্তা বিধান সরকারকেই নিশ্চিত করতে হবে।

 

আরও খবর

🔝