gramerkagoj
শনিবার ● ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj

❒ রাজশাহী বিশ্ববিদ্যালে মৌন মিছিল

আটক পাঁচ শিক্ষার্থীকে ছিনিয়ে নিলো শিক্ষক-শিক্ষার্থীরা
প্রকাশ : বৃহস্পতিবার, ১ আগস্ট , ২০২৪, ০৩:৫৭:০০ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো:
GK_2024-08-01_66ab55c5a2c2a.jpg

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষকদের মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে সাদা পোশাকের পুলিশদের হামলা চালানোর অভিযোগ উঠেছে। এসময় পুলিশের কাছ থেকে আটক পাঁচ শিক্ষার্থীকে তাৎক্ষণিক ছিনিয়ে নেয় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে ‘ছাত্র জনতার খুনিদের প্রতিহত করুণ’ ব্যানারে মুখে ও মাথায় লাল কাপড় বেধে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে অবস্থান নেয় ক্যাম্পাসের প্রগতিশীল শিক্ষকেরা। পরে সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেয় বৈষম্যবিরোধী ছাত্ররা। ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে চলমান মানববন্ধনে অতর্কিত হামলা চালায় পুলিশ। পাঁচ ছাত্রকে আটক করে নিয়ে যাওয়ার পথে শিক্ষকরা তাদের ছিনিয়ে নেয়। পরে শিক্ষকদের পাহারায় ক্যাম্পাস ত্যাগ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষকেরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম জানান, ছাত্ররা তাদের সঙ্গে আগে বাকবিতণ্ডায় জড়িয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে ডাকা হয়েছিল। পরে সঙ্গে সঙ্গে তাদের ছেড়েও দেয়া হয়।

আরও খবর

🔝