gramerkagoj
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম শাহীন চাকলাদারসহ চারজনের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা যশোর-খুলনা মহাসড়কের চেংগুটিয়া বুড়োর দোকান এলাকায় চরম দুর্ভোগ চট্টগ্রামে দুই জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত, আইইডিসিআরের সিদ্ধান্তের অপেক্ষা তিন নির্বাচনে প্রশংসাকারী পর্যবেক্ষকদের বাদ দেবে নির্বাচন কমিশন: সিইসি বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প ফরিদা পারভীন বেঁচে আছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান স্বামীর যশোরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার দুই নেতাকে শোকজ নোটিশ খুলনাসহ ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
গ্রাহককে ৫ জিবি ডাটা না দিলে ব্যবস্থা : আইসিটি প্রতিমন্ত্রী
প্রকাশ : বৃহস্পতিবার, ১ আগস্ট , ২০২৪, ০৪:৩৪:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-08-01_66ab562954f10.jpg

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকার পর রোববার (২৮ জুলাই) বিকেল থেকে মুঠোফোনে ফোর-জি ইন্টারনেট সেবা চালু হয়েছে। এর পর গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবেন বলে জানিয়েছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে এখনো অনেক গ্রাহক সেই বোনাস ইন্টারনেট পাননি বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে মুঠোফোন অপারেটরদের কঠোর বার্তা দিয়েছেন প্রতিমন্ত্রী।
জুনাইদ আহমেদ পলক বলেন, অবশ্যই সকল অপারেটরকে এটা মানতে হবে। যদি কেউ না মানে এবং আমরা যদি এ ধরনের অভিযোগ পাই অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে টেলিযোগাযোগ খাতের অংশীজনদের সঙ্গে সমকালীন বিষয়ে বৈঠক শেষে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের এ তথ্য জানান।
জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা এটা ঘোষণা ও নির্দেশনা দিয়েছি চারটি মোবাইল অপারেটরকে। গ্রাহক যখন নেটওয়ার্কে ফিরে এসেছে, তারা ইন্টারনেটে যুক্ত হয়েছে, তাদের তিনদিনের জন্য পাঁচ জিবি ডাটা দেওয়ার ঘোষণা করেছিলাম। এটা অবশ্যই সব অপারেটরকে মানতে হবে। যদি কেউ এটা না মানে এবং আমরা অভিযোগ পাই অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

আরও খবর

🔝