gramerkagoj
শুক্রবার ● ১৭ জানুয়ারি ২০২৫ ৪ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিস্ম করে দুই ব্যবসায়ীর ঘরে ডাকাতি

❒ টাকা ও সোনাসহ মালপত্র লুট

প্রকাশ : বৃহস্পতিবার, ১ আগস্ট , ২০২৪, ০৫:৩১:০০ পিএম
নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
GK_2024-08-01_66ab66186fa22.jpg

ঝালকাঠির রাজাপুরে অস্ত্রের মুখে জিস্ম করে দুই ব্যবসায়ীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরে থাকা আলমিরা ভেঙে ৮০ হাজার টাকা ও দশ ভরি সোনা ও ৫ ভরি রুপার গহনাসহ মালপত্র লুট নিয়েছে।
বুধবার রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের বাসিন্দা মৃত সৈলেন শীলের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই ঘরে তার দুই ছেলে ব্যবসায়ী সঞ্চয় শীল ও রনজিৎ শীল বসবাস করতো।
সঞ্জয় শীলের মা আরতি রানি ও রনজিতের স্ত্রী গিতা রানি জানান, মুখোশধারী ৫/৬ জনেে ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে থাকা ৮০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার ৫ ভরি রুপাসহ মালামাল ও দলিলপত্র নিয়ে যায়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, ঘটনার শুনে রাতেই পুলিশ ঘটনা স্থল পরিদশন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝