শিরোনাম |
শোকাবহ আগস্ট উপলক্ষে যশোরে মোমবাতি প্রজ্বালন করেছে জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোকের মাসের প্রথম প্রহরে যশোর শহরের বকুলতলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এই মোমবাতি প্রজ্বালন করা হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নেতৃত্বে অনুষ্ঠিত মোমবাতি প্রজ্বালনের সময় উপস্থিত ছিলেন সহসভাপতি ইয়াসির আরাফাত তরুণ ও রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু রানা, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন ও এস এম তানভীর আহমেদ রিয়েল, শহর কমিটির আহবায়ক মেহেদী হাসান রনিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।