gramerkagoj
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫ ১০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
কোটা আন্দোলন : চট্টগ্রামে জলাবদ্ধতায় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
প্রকাশ : বৃহস্পতিবার, ১ আগস্ট , ২০২৪, ০৫:২০:০০ পিএম
চট্টগ্রাম প্রতিনিধি:
GK_2024-08-01_66ab6eacd4992.jpg

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে লালদীঘির মাঠে ডাকা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে তাদের ‘অনলাইন অ্যাকটিভিটিস্ট’ চলমান থাকবে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এ ঘোষণা দেন।
এর আগে বুধবার (৩১ জুলাই) চট্টগ্রাম আদালতপাড়ায় ‘মার্চ ফর উই ওয়ান্ট জাস্টিস’ কর্মসূচি শেষ করে লালদীঘি মাঠে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয় রাতে। বিকেল ৩টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে বুধবার রাত ১১টা থেকে একটানা বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের নগরের দুই নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, ফরিদারপাড়া, চান্দগাঁও আবাসিক, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাড়ইপাড়া, ডিসি রোড, বাকলিয়া, চকবাজার কাঁচাবাজার, রহমতগঞ্জ, আতুরার ডিপোসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এতে সড়কে যানবাহন কমে দুর্ভোগে পড়েছে কর্মজীবী মানুষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত সময়ে তারা চট্টগ্রামে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। বৃষ্টির এ ধারা আজ দিনের বাকি সময় এবং কাল সারাদিন থাকতে পারে।

আরও খবর

🔝