gramerkagoj
শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
gramerkagoj

❒ শিক্ষার্থীদের আন্দোলনে দৃশ্যমান শিল্পীসমাজ

‘আমরা রক্ত দেখতে চাই না’ রাস্তায় নেমে মোশাররফ করিম
প্রকাশ : বৃহস্পতিবার, ১ আগস্ট , ২০২৪, ০৬:৪৫:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2024-08-01_66ab88993d8ca.jpg

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে রাস্তায় নেমেছে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’। বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে সকাল থেকে অবস্থান নেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার শিল্পী ও কর্মীরা। সেই দলে ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমও।
শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভে শিল্পীদের কণ্ঠে শোনা যায় বৈচিত্র্যপূর্ণ স্লোগান। তারা দিতে থাকেন ‘ভয়হীন-ন্যায্য-মানবিক মর্যাদার বাংলাদেশ চাই’, ‘সব হত্যাকাণ্ডের বিচার করো’, ‘হত্যা-সহিংসতা-গণগ্রেফতার-হয়রানি বন্ধ কর’ এ জাতীয় বিভিন্ন স্লোগান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরবে সেখানে অবস্থান করছিল।
বিক্ষোভে অংশ নেওয়া অভিনেতা মোশাররফ করিম বলেন, আমরা মূলত সকল মানুষের পক্ষে। দেশে বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে আমাদের ঘরে বসে থাকার মতো অবস্থা নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এসব দেখতে চাই না। আমরা এগুলোর বাইরে থাকতে চাই।
এর আগে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ-এর ব্যানারে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানান, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা, সহিংসতা, গণগ্রেফতার হয়রানির প্রতিবাদে এবং সকল হত্যার হিসাব ও বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে দাঁড়াতে যাচ্ছি। অবিলম্বে সকল হত্যাকাণ্ডের বিচার ও হত্যা, সহিংসতা, গণগ্রেফতার হয়রানি বন্ধ করতে হবে। এরপর সকালে তারা রাস্তায় বেরিয়ে আসে।

আরও খবর

🔝