gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম চট্টগ্রামে চার ধরনের জ্বরে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সবচেয়ে বেশি চিকুনগুনিয়া জুলাই স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশন নিরাপত্তা মহড়া ও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া নির্দেশ যশোরের বৈছাআ আহ্বায়ক রাশেদ খানের পদত্যাগ দেশজুড়ে বিএনপি, এনসিপি ও জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা গাজায় ক্যাফে ইসরায়েলি হামলা, স্কুল ও ত্রাণকেন্দ্রে নিহত ৯৫ ইতিহাসের ভয়াল রাত আজও জাতির মনে দগদগে ক্ষত উদ্ধার একশ’ কেজি গাঁজার চালানে মিন্টুর সাথে আর কারা জড়িত? জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করলো যশোর ছাত্রদল যশোরে শিশু বলাৎকারের দায়ে কমল কুমার কর্মকারের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
রিকশাসহ দুর্বৃত্ত আটক
প্রকাশ : বৃহস্পতিবার, ১ আগস্ট , ২০২৪, ১০:০৫:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-08-01_66abb285b695f.jpg

যশোরে রিকশাসহ এক দুর্র্বৃত্তকে আটক করেছেন চালক শাখায়েত হোসেন। বুধবার রাত পৌনে ৩টার দিকে শহরের শংকরপুর রামকৃষ্ণ আশ্রম রোড থেকে রিকশাসহ ওই দুর্বৃত্তকে আটক করা হয়।
আটক বিল্লাল হোসেন সাগর ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার বাসিন্দা। তিনি রাতে শহরে রিকশা চালান।
পুলিশ জানায়, ওই ঘটনায় আটক বিল্লাল হোসেন সাগর এবং পলাতক তার সহযোগীর বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে কোতয়ালি থানায় মামলা করেছেন চালক শাখায়েত হোসেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মৃত ওসমান মুন্সীর ছেলে। মামলার অপর আসামিরা হলেন বেজপাড়ার আকাশ, রেলগেটের অনিক ও বিরামপুরের উজ্জ্বল ।
চালক শাখায়েত হোসেনের অভিযোগ, বুধবার ভোর সোয়া ৪টার দিকে রিকশা নিয়ে ধর্মতলার বাসা থেকে বের হয়ে দড়াটানার দিকে যাচ্ছিলেন। পথে আব্দুর রাজ্জাক কলেজের উত্তর পাশের গেটের সামনে পৌঁছালে চারজন ছিনতাইকারী গলায় হাসুয়া ধরে তার কাছ থেকে ব্যাটারি চালিত রিকশা ও নগদ এক হাজার টাকা কেড়ে নেয়। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেন। সেই সাথে ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধারের জন্য চেষ্টা করতে থাকেন। এক পর্যায়ে পরের দিন রাত পৌনে ৩টার দিকে শংকরপুর রামকৃষ্ণ আশ্রম রোডের জার্মান হোমিও হলের সামনে সাগর নামে ওই দুর্বৃত্তকে তার রিকশাটি ঠেলে নিয়ে যেতে দেখেন। সাথে সাথে তিনি পুলিশকে জানান। এরপর পুলিশের সহায়তায় রিকশা উদ্ধার এবং সাগরকে আটক করেন।

 

আরও খবর

🔝