gramerkagoj
রবিবার ● ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
gramerkagoj
দাতা না বিজ্ঞাপনদাতা!
প্রকাশ : রবিবার, ১ সেপ্টেম্বর , ২০২৪, ১০:২৬:০০ পিএম
আক্কেল চাচা:
GK_2024-09-01_66d4964368ce0.jpg

আমাগের ধম্মে কওয়া আচে ইরাম কইরে দান দ্যান কত্তি হবে যাতে ডান হাতে দিলি যাতে বাও হাতে টের না পায় না। কতাডার মানে আজোও বুজদি পাল্লাম না। একন দান ধ্যানে ইরাম কায়দা হইয়েচে দান করার আগে সুম্বাদিক ডাইকে পিপার ফিলাশ না কল্লি কিম্বা ফেসবুকি না দিলি মনে হয় সে দান কবুল হবে না। একন ওপরয়ালাও সুয়াব দিতি পিপার কাটিং বা ফেসবুক লিং চায় কিনা খিডা জানে। তা না হলি মানুস কিছু দিয়া থুয়ার আগে ফটক তুলতি হ্যাতো মরিয়া হবে ক্যান!
সেদিন বইন্নে এলেকার এক জাগায় ত্রান দিয়া হবে। গাছিক খানিক লোক জুগাড় কইরে জটলা করা হইয়েচে। যাইগের জড়ো করা হইয়েচে তাইগের চোক মুক শুকোয় আমচুর হইয়ে রইয়েচে। বেলা ডুবা ডুবা ভাব, ত্রানের মাল সামেনা সব সুমকির ওপর জড়ো করা। কারা কারা পাবে তাইগের চুতাও কমপিলিট, কার পরে কিডা যাবে তার র‌্যাকসেলও করা হইয়েচে। কিন্তুক বেল গইড়োয় যাওয়ার ভাব তবু মাল কারো দেচ্চে না। যারা আইয়েচে তারাও মুক চাওয়া চাওয়ি কইত্তেচে। কেউ কেউ তো না নিয়ে চইলে যাওয়ার মনোস্ত কইরেচে। সাহস কইরে একজন আইগোয় যাইয়ে কলে, ফ্যারাডা কি! বেলা তলায় যাওয়ার জুগাড়, দিলি দেন না দিলি হাটা দিলাম। তাই শুইনে দাতা কলেন, এট্টু র’ করো। তুমাগের দেব বিলেই তো টাকা খচ্চা কইরে এই আঞ্জাম করিচি। গ্রহিতারা এই কতা শুইনে খাররা হইয়ে কচ্চে তালি না দিয়ে দাড়ান করায় রাকা হচ্চে কেন? দাতা কলেন, দেকো একনো সুম্বাদিকরা আইসে পৌছোয় নি। কিরাম কইরে দেবো, কও? উনি আসলি, ফটকডা তুলা হলিই দিয়ে দুবানে।
হ্যাতো দিন জানতাম যিনি দান করেন তিনি দাতা, কিন্তুক যারা দিয়ার আগে ছবি তোলে? এই কোচ্চেন কত্তিই এক মুরব্বী আমারে কলেন, নাহাক কাজে তোর বয়েস বাইড়লো কিন্তুক আক্কেল বাইড়লো না। ইডাতো খুব সহজ হিসেব। যারা দান করেন তারা দাতা, আর যারা দিয়ার আগে ফটক তুইলে তামান জাগায় দিয়ে বেড়ায় তারা বিজ্ঞাপনদাতা। এই কতা শুইনে পাটায় পড়ার জুগাড়!
মানসি কয় ঠক বাছতি গা উজাড় সিরাম বিজ্ঞাপনদাতা বাছতি যাইয়ে তো দাতা উজাড় হওয়ার কায়দা। আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

🔝