শিরোনাম |
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব:) আজিজ আহমেদ, তার দু’ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে তদন্তে নামছে দুদক। এছাড়া, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও ক্রয় সংক্রান্ত দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই কারণে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তার বিরুদ্ধে টেন্ডার কারসাজি, সরকারি সম্পত্তি দখল, সরকারি তহবিল আত্মসাৎ এবং চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বুধবার দুদকের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।