gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জুলাই স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশন নিরাপত্তা মহড়া ও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া নির্দেশ যশোরের বৈছাআ আহ্বায়ক রাশেদ খানের পদত্যাগ দেশজুড়ে বিএনপি, এনসিপি ও জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা গাজায় ক্যাফে ইসরায়েলি হামলা, স্কুল ও ত্রাণকেন্দ্রে নিহত ৯৫ ইতিহাসের ভয়াল রাত আজও জাতির মনে দগদগে ক্ষত উদ্ধার একশ’ কেজি গাঁজার চালানে মিন্টুর সাথে আর কারা জড়িত? জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করলো যশোর ছাত্রদল যশোরে শিশু বলাৎকারের দায়ে কমল কুমার কর্মকারের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দুই বছর ধরে মা-মেয়ের নামে ভিজিডির চাল উঠাচ্ছিলেন আওয়ামী লীগ নেতা
মুক্ত বাংলাদেশ ধরে রাখতে হবে : আমীর খসরু
প্রকাশ : রবিবার, ৮ সেপ্টেম্বর , ২০২৪, ০২:০৬:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-09-08_66dd5a438f9cd.jpg

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আজ যে মুক্ত বাংলাদেশ পেয়েছি এটাকে ধরে রাখতে হবে।
রোববার (৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে "অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাস" শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করেন এবি পার্টি।
আমির খসরু বলেন, বাংলাদেশটা এখন সবার এটা এখন প্রত্যেকে বলতে পারি। এখন সময় বদলে গেছে। যারা নিজের জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, গুম হয়েছে, চাকুরী হারিয়েছে, বাড়িঘর ছেড়েছে তাদের ত্যাগকে স্বীকার করতে হবে। সর্বশেষে ছাত্র আন্দোলনের সফল পরিসমাপ্তি হয়েছে।
তিনি বলেন, জনগণ কি ভাবছে? তাদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা কি? আমরা যারা রাজনীতি করি আমাদের জানতে হবে। এটা যারা বুঝবেনা, আমি দু:খের সাথে বলছি, আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তারা খুব বেশি আগাতে পারবেনা। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই।
জনগণ দেশের মালিকানা ফিরে পেয়েছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, শেখ হাসিনা এবং তার পরিবার যে দেশের মালিকানা কেড়ে নিয়েছিল জনগণ সেই মালিকানা ফিরে পেয়েছে। এখন যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নিবে বাংলাদেশ কিভাবে চলবে। আর আমরা যারা রাজনীতি করি, আমরা তাদের কাছে গিয়ে বলব, আমরা তাদের জন্য কি করতে চাই। আমরা কি পরিবর্তন চাই। তারাই সিদ্ধান্ত নিবে বাংলাদেশ কিভাবে চলবে। কোন ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই।
আমাকে সকালে মান্না ভাই বলেছেন, কেমন আছেন? আমি বলছি, এক মাস ৩ দিন আগের থেকে ভালো আছি। কারণ তার আগে আমি জেলে ছিলাম। আমরা গত ১৭ বছর থেকে ভুগছি। আজকে আমরা মুক্ত দেশ পেয়েছি, মুক্ত আবহাওয়া পেয়েছি। কারও কোন শঙ্কা নাই। এই যে মুক্ত দেশ পেয়েছি এটাকে ধরে রাখতে হবে। শেখ হাসিনা পলায়নের পর মানুষের মনজগত পরিবর্তন হয়েছে। মানুষ এখন পরিপূর্ণভাবে সব ফিরে পেতে চায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও খবর

🔝