gramerkagoj
বুধবার ● ১৬ অক্টোবর ২০২৪ ১ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মুক্ত বাংলাদেশ ধরে রাখতে হবে : আমীর খসরু
প্রকাশ : রবিবার, ৮ সেপ্টেম্বর , ২০২৪, ০২:০৬:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-09-08_66dd5a438f9cd.jpg

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আজ যে মুক্ত বাংলাদেশ পেয়েছি এটাকে ধরে রাখতে হবে।
রোববার (৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে "অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাস" শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করেন এবি পার্টি।
আমির খসরু বলেন, বাংলাদেশটা এখন সবার এটা এখন প্রত্যেকে বলতে পারি। এখন সময় বদলে গেছে। যারা নিজের জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, গুম হয়েছে, চাকুরী হারিয়েছে, বাড়িঘর ছেড়েছে তাদের ত্যাগকে স্বীকার করতে হবে। সর্বশেষে ছাত্র আন্দোলনের সফল পরিসমাপ্তি হয়েছে।
তিনি বলেন, জনগণ কি ভাবছে? তাদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা কি? আমরা যারা রাজনীতি করি আমাদের জানতে হবে। এটা যারা বুঝবেনা, আমি দু:খের সাথে বলছি, আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তারা খুব বেশি আগাতে পারবেনা। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই।
জনগণ দেশের মালিকানা ফিরে পেয়েছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, শেখ হাসিনা এবং তার পরিবার যে দেশের মালিকানা কেড়ে নিয়েছিল জনগণ সেই মালিকানা ফিরে পেয়েছে। এখন যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নিবে বাংলাদেশ কিভাবে চলবে। আর আমরা যারা রাজনীতি করি, আমরা তাদের কাছে গিয়ে বলব, আমরা তাদের জন্য কি করতে চাই। আমরা কি পরিবর্তন চাই। তারাই সিদ্ধান্ত নিবে বাংলাদেশ কিভাবে চলবে। কোন ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই।
আমাকে সকালে মান্না ভাই বলেছেন, কেমন আছেন? আমি বলছি, এক মাস ৩ দিন আগের থেকে ভালো আছি। কারণ তার আগে আমি জেলে ছিলাম। আমরা গত ১৭ বছর থেকে ভুগছি। আজকে আমরা মুক্ত দেশ পেয়েছি, মুক্ত আবহাওয়া পেয়েছি। কারও কোন শঙ্কা নাই। এই যে মুক্ত দেশ পেয়েছি এটাকে ধরে রাখতে হবে। শেখ হাসিনা পলায়নের পর মানুষের মনজগত পরিবর্তন হয়েছে। মানুষ এখন পরিপূর্ণভাবে সব ফিরে পেতে চায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝