gramerkagoj
শনিবার ● ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
মহাবিপর্যয় থেকে ভবদহকে রক্ষায় স্মারকলিপি
প্রকাশ : রবিবার, ৮ সেপ্টেম্বর , ২০২৪, ০৯:২১:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-09-08_66ddc13aa8b8e.jpeg

ভবদহ অঞ্চলকে মহাবিপর্যয়ের হাত থেকে রক্ষায় জরুরি হস্তক্ষেপের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের কাছে প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, বিগত সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় পানিসম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, ঠিকাদার ও ঘের মালিক সিন্ডিকেটের ষড়যন্ত্রে ভবদহ স্লুইচ গেট থেকে ৬০ কিলোমিটার নদী হত্যা করা হয়েছে। ফলে যশোর ক্যান্টনমেন্ট থেকে বারোয়াড়িয়া মোহনা পর্যন্ত যশোর-খুলনা-সাতক্ষীরা জেলাধীন নদী অববাহিকার একশ’ কিলোমিটার জনপদের চার শতাধিক গ্রাম, হাট, বাজার, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, বাড়িঘর, আবাদ ফসল স্থায়ী জলাবদ্ধতার শিকার হতে চলেছে। পরিতাপের বিষয় হলো সাবেক প্রধানমন্ত্রীর কাছে মিছিল ও স্মারকলিপির মাধ্যমে অনুরোধ-উপরোধ জানানো হলেও তিনি জনগণের বিরুদ্ধে সিন্ডিকেটের পক্ষ নিয়ে এই জনপদকে মহাবিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন।
স্মারকলিপিকে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সাথে মতবিনিময়ের উদ্যোগ গ্রহণে অন্তর্বর্তীকালীন সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে অনুরোধ জানান নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, হাসিনুর রহমান ও তসলিমুর রহমান, আহ্বায়ক রনজিৎ বাওয়ালী, যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল হামিদ, সদস্য জিল্লুর রহমান ভিটু, আমিনুর রহমান হিরু, নাজিম উদ্দিন, অনিল বিশ্বাস, শহাজাহান বিশ্বাস এবং পলাশ বিশ্বাস।

আরও খবর

🔝