gramerkagoj
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম যশোর-খুলনা মহাসড়কের চেংগুটিয়া বুড়োর দোকান এলাকায় চরম দুর্ভোগ চট্টগ্রামে দুই জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত, আইইডিসিআরের সিদ্ধান্তের অপেক্ষা তিন নির্বাচনে প্রশংসাকারী পর্যবেক্ষকদের বাদ দেবে নির্বাচন কমিশন: সিইসি বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প ফরিদা পারভীন বেঁচে আছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান স্বামীর যশোরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার দুই নেতাকে শোকজ নোটিশ খুলনাসহ ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবি
বন্দবিলায় এক পরিবারে দু’লাখ টাকা চাঁদা দাবি
প্রকাশ : রবিবার, ৮ সেপ্টেম্বর , ২০২৪, ০৯:২৩:০০ পিএম
স্টাফ রিপোর্টার, খাজুরা (যশোর):
GK_2024-09-08_66ddc1b11f42b.jfif

যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নে এক পরিবারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার বিষয়টি জানালে ঘটনাস্থলে বিএনপি নেতারা উপস্থিত হলে চাঁদাবাজরা সটকে পড়ে। রোববার দুপুরে সেকেন্দারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই গ্রামের বাসিন্দা সুশান্ত কুমার জানান, দুপুর দুটোর দিকে একই ইউনিয়নের গাইদঘাট গ্রামের আব্দুল জলিলের ছেলে শরাফত, সেকেন্দারপুর গ্রামের নিজাম শেখের ছেলে মঞ্জু ও জসিম তার বাড়িতে এসে বিএনপির নাম ভাঙিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি পল্লী চিকিৎসক হাসেম আলীকে বিষয়টি অবহিত করেন। কিছুক্ষণের মধ্যে হাসেম আলী বিএনপি নেতা আজিজুরকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা কিছু না বলেই চলে যান।
সুশান্ত কুমার অভিযোগ করে বলেন, গত ৪ সেপ্টেম্বর তিনি খাজুরা ভাটার আমতলা বাজারে শ্যালক মদনকে নিয়ে বসেছিলেন। এ সময় সেকেন্দারপুর গ্রামের জসিম ও মঞ্জুসহ কয়েকজন লোক তার শ্যালকের পরিচয় জানতে চান। এক পর্যায়ে তাকে ডেকে মির্জাপুর আদর্শ মহিলা কলেজ মাঠে নিয়ে বেধড়ক মারপিট করে চাঁদা দাবি করেন। এই মর্মে জোরপূর্বক একটি স্ট্যাম্পে তার শ্যালকের স্বাক্ষরও করিয়ে নেন অভিযুক্ত জসিম ও মঞ্জু। রোববার সেই টাকা নিতেই সুশান্তের বাড়িতে আসেন তারা।
বন্দবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পল্লী চিকিৎসক হাসেম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের নাম ভাঙিয়ে কোনো অনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ নেই। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ^স্ত করেন তিনি।

আরও খবর

🔝