gramerkagoj
বুধবার ● ১৬ অক্টোবর ২০২৪ ১ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কনেজপুরে সন্ত্রাসী হামলায় দোকানি আহত
প্রকাশ : রবিবার, ৮ সেপ্টেম্বর , ২০২৪, ০৯:২৬:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-09-08_66ddc648d3ecd.jpg

যশোরে প্রতিপক্ষের হামলায় মাসুদ রানা ওরফে সাগর (২২) নামে একজন কসমেটিকস দোকানি আহত হয়েছেন। তিনি সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কনেজপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাগর জানান, কনেজপুর বাজারে তার একটি কসমেটিকের দোকান রয়েছে। একই গ্রামের আকাশ তার দোকান থেকে তিন হাজার টাকার মালামাল বাকিতে নেন। দীর্ঘদিন হয়ে গেলেও ওই টাকা পরিশোধ না করে বিভিন্ন তালবাহানা করে আসছিলেন আকাশ। বৃহস্পতিবার রাতে তিনি আকাশের কাছে পাওনা টাকা চান। এ সময় তাকে চড় থাপ্পড় মেরে ঘটনাস্থল ত্যাগ করেন আকাশ।
শুক্রবার রাতে তাকে মিমাংসার জন্য কনেজপুর মোড়ে ডাকেন আকাশ। এ সময় আকাশের নেতৃত্বে মিঠু, ডালিম, বাবু, কবিরসহ ১০/১২ জন তাকে এলোপাতাড়ি মারপিট ও ছুরিকাঘাতে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত সাগরের অভিযোগ, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেই তাকে আবারও মারপিট করা হচ্ছে বলে হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝