gramerkagoj
বুধবার ● ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ডিসেম্বরে শেষ হবে ব্যাংক ও এসএমই খাতের সংস্কার আইনি প্রক্রিয়ায় অস্ত্রের লাইসেন্স পেয়েছেন আসিফ মাহমুদ সজীব : স্বরাষ্ট্র উপদেষ্টা আইএইএর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিল ইরান চট্টগ্রামে একদিনে ৫ জনের করোনা শনাক্ত, জুনে আক্রান্ত ১৬৫ জন ৫ আগস্ট এখন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, থাকবে সারাদেশে সাধারণ ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের শিকড় খুলনার পিঠাভোগ গ্রামে রাজধানীতে পাহাড়ি ফল মেলা শুরু : সুপ্রদীপ চাকমার উদ্বোধন চার দশকের দখলীয় জমি থেকে উচ্ছেদের শঙ্কায় বান্দরবানের ৯ কৃষি পরিবার পটুয়াখালীর কলাপাড়ার বহুল আলোচিত ডা. লেলিন অবশেষে বদলি দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমানের মতবিনিময়
যশোরে মোটরসাইকেল চোর আটক মাস্টার চাবি উদ্ধার
প্রকাশ : সোমবার, ৩০ সেপ্টেম্বর , ২০২৪, ০৯:১১:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-09-30_66fac00586623.jpg

যশোরে ডিবির অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের একজন সদস্যকে আটক করা হয়েছে। শহরের ঘোপ সেন্ট্রালরোড থেকে রোববার বিকেলে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বংশিপুরচর গ্রামের মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে। এরআগে এ ঘটনায় ভুক্তোভোগী ঝিকরগাছা উপজেলার সিটি ব্যাংক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস মোটরসাইকেল খুইয়ে থানায় মামলা করেন।
বিষয়টি ডিবির নজরে আসায় ২৪ ঘণ্টার মধ্যে যশোর শহরে চুরি করার সময় হাতেনাতে আটক করা হয় মোহাম্মদ আলীকে।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, গত ২৯ সেপ্টেম্বর বিদ্যুৎ কুমার তার হিরোহুন্ডা স্লিন্টার ১০০ সিসির মোটরসাইকেলটি সিটি ব্যাংকের সামনে রেখে উপরে যান। আধা ঘণ্টা পরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। পরে আশপাশের সিসি ফুটেজে উঠে আসে দুইচোর তার মোটরসাইকেল নিয়ে কৌশলে পালিয়েছে। পরবর্তীতে ডিবির নজরে আসে।
অন্যদিকে, ডিবি আর এক ঘটনায় ঘোপ সেন্ট্রাল রোডে অভিযান চালিয়ে মোহাম্মাদ আলীকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে আলী জানায় সে একটি গ্যারেজে বিদ্যুতের মোটরসাইকেল পরিষ্কার করতে দিয়ে আরেকটি মোটরসাইকেল চুরি করতে যেয়ে ধরা খেয়েছে। এরপর ডিবি পুলিশ ওই মোটরসাইকেল উদ্ধার করে। একইসাথে তার কাছ থেকে তিনটি মোটরসাইকেলের মাস্টার কি উদ্ধার করা হয়।
ডিবি আরও জানায়, ওই মাস্টার কি দিয়ে যেকোনো মোটরসাইকেল সহজেই চোরচক্রের সদস্যরা তালা খুলে ফেলে। এরপরই চম্পট দেয়। এ ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

 

আরও খবর

🔝