gramerkagoj
বুধবার ● ৫ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির ঘটনায় আরও একজন আটক যশোরে অর্ধকোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে শার্শায় দোয়া মাহফিল ও আলোচনা সভা যশোরে ডেকোরেটর মালিক সমিতির ত্রৈমাসিক সাধারণ সভা অনুষ্ঠিত আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন যশোরের নতুন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন বাঘারপাড়ায় হানিফ হত্যা মামলায় জরিমানা দিয়ে মুক্ত সাবেক চেয়ারম্যান টুটুল যশোরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোর জেলা পরিষদের ‘কলা খাওয়া’ সেই কর্মকর্তা সাময়িক বরখাস্ত বাংলাদেশের যুবদের হার
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৩ বেসামরিক নাগরিক নিহত
প্রকাশ : মঙ্গলবার, ১ অক্টোবর , ২০২৪, ১২:৪০:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-10-01_66fb9978d08f5.jpg

সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
দ্য সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার সিরিয়ার রাজধানী লক্ষ্য করে ‘বিশ্বাসঘাতক ইসরায়েলের আগ্রাসনে’ তাদের টেলিভিশন উপস্থাপক সাফা আহমেদ নিহত হয়েছেন।
সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ফুটেজে দেখা গেছে যে, রাস্তায় একটি গাড়ি থেকে ধোঁয়া উড়ছে। ইসরায়েলি হামলায় গাড়িটিতে আগুন ধরে যায়।
তবে সিরিয়ায় হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
প্রতিবেশী লেবাননে ইসরায়েলি বাহিনী ‘সীমিত’ আকারে স্থল অভিযান শুরুর পরেই সিরিয়ায় হামলার খবর সামনে এলো।
লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৩০ সেপ্টেম্বর) লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯৫ জন নিহত এবং আরও ১৭২ জন আহত হয়েছে।
বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে আরও বিমান হামলা চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর আশেপাশের বেশ কয়েকটি এলাকায় বোমা হামলা চালানো হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ হত্যার দুদিন পর রোববারও বিমান হামলায় ৫০ জন নিহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে আরও রকেট ছুঁড়েছে।
এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ইসরায়েলের অব্যাহত বিমান হামলার কারণে দেশজুড়ে ১০ লাখ মানুষ এরই মধ্যে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়ে থাকতে পারে। তার মতে, এটাই ‘সবচেয়ে বড়’ বাস্তুচ্যুতির ঘটনা।

আরও খবর

🔝