gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০ জন সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ৫ আগস্টের পর রামিম-তাশরিকদের আরেক ‘যুদ্ধ’ খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার : নার্গিস বেগম ডায়াবিটিস নিয়ন্ত্রণে করলা: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই তেঁতো ওষুধ ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন যশোরে প্রেমে সাড়া না দেওয়ায় এসিড নিক্ষেপ, তরুণীসহ তিনজন আহত যশোরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশসহ আটক এক, তিনজনের নামে মামলা অস্ত্র মামলায় যশোর কাজীপাড়ার প্রান্তের ১৭ বছর কারাদন্ড
গুলিবিদ্ধ নায়ক গোবিন্দ আইসিইউতে
প্রকাশ : মঙ্গলবার, ১ অক্টোবর , ২০২৪, ১২:১৭:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-10-01_66fb9e4626716.webp

বলিউড তারকা নায়ক গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) নিজের রিভলভার থেকে তার পায়ে গুলি লাগে। ব্যাপক রক্তক্ষরণ হওয়ায় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৬০ বছর বয়সী এ অভিনেতাকে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। ‘ইন্ডিয়ান টামইস’ সূত্রে এ তথ্য জানা গেছে।
গোবিন্দর ম্যানেজার শশী সিং গণমাধ্যমকে বলেন, তিনি কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে। এসময় তার পায়ে গুলি লেগেছে। চিকিৎসকরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হয়েছেন।
আজ ভোর ৪. ৪৫ মিনিটে এ অঘটন ঘটে বলে জানা গেছে। গোবিন্দ নিজের কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার রাখেন। কলকাতায় রওনা দেওয়ার আগে দেখতে গিয়ে হাত থেকে পড়ে যায় সেটি। গুলি ছুটে লাগে পায়ে। যন্ত্রণায় লুটিয়ে পড়েন গোবিন্দ। তবে তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি।

আরও খবর

🔝