gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
গাইবান্ধায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ : মঙ্গলবার, ১ অক্টোবর , ২০২৪, ০৩:৩১:০০ পিএম
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি:
GK_2024-10-01_66fbc179cdb9e.jpg

সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
নিহত আশাদুল ইসলামের সাঘাটা উপজেলার হলদিয়া গ্রামের মৃত আলতাফ হোসেন মন্ডলের ছেলে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাইবান্ধা-সাঘাটা সড়কে ত্রিমোহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওইসময় তিনজন মোটরসাইকেলযোগে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। পথে ত্রিমোহনী বাজারের সামনে পৌঁছিলে অপর একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ আরোহীরা ছিটকে পড়ে যায়। এ সময় প্রচন্ড রক্তক্ষরণে মোটরসাইকেল চালক আশাদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। বাকী দুইজনকে স্থানীয়রা আহত অবস্থায় গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তী করানো হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাস্থলে একজন মারা গেছেন। আটক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলেই আছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেননি।

আরও খবর

🔝