gramerkagoj
শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
gramerkagoj
যশোরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে
প্রকাশ : মঙ্গলবার, ১ অক্টোবর , ২০২৪, ০৯:৫৬:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-10-01_66fc1bee89b9d.jpg

যশোরে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। অক্টোবরে এ সংখ্যা আরও বাড়তে পারে বলছে স্বাস্থ্য বিভাগ। এদিন জেলায় নতুন করে আরও ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সূত্র বলছে, বর্তমান হাসপাতালে ৩৯ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে যশোর জেনারেল হাসপাতালে ৯, অভয়নগরে ২২, বাঘারপাড়ায় ১, ঝিকরগাছায় ৪ ও কেশবপুরে ৩ জন রয়েছেন।
সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতে জেলার প্রতিটি হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। আতঙ্কিত না হয়ে এডিস মশা নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ‘বাড়ির আশপাশ ও ডোবা-নালা, ময়লা-আবর্জনার স্তুব, নোংরা ড্রেন নিয়মিত পরিষ্কার করা ছাড়াও ফুলের টব, টায়ার ও ডাবের খোলার পানি ফেলে দিতে হবে।’
২০১৯ সালে যশোর জেলায় ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। তখন রীতিমতো ভয়াবহ রূপ ধারণ করে। জেলায় মোট আক্রান্তর সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ৪৫১ জনে। ২০২০ সালে ৫৬ জন আক্রান্ত হয়েছিলেন। ২০২১ সালে ৪২ জন আক্রান্ত হয়েছিলেন। আর ২০২২ সালে আক্রান্ত হন ৪৪৬ জন। কিন্তু ২০২৩ সালে ডেঙ্গু চোখ রাঙানি ফের ফিরে আসে। ওই বছর ১৫ জন ডেঙ্গুতে মারা যান।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৪৬ জন। সুস্থ হয়েছেন ৪০৪ ও মৃত্যু হয়েছে ২ জনের।

আরও খবর

🔝