gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj
খুমেক হাসপাতালে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু
প্রকাশ : বুধবার, ২ অক্টোবর , ২০২৪, ০৪:৫৬:০০ পিএম
খুলনা প্রতিনিধি:
GK_2024-10-02_66fd26cb86ea9.jpg

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাহার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে খুমেক হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় যশোর চাচড়া এলাকার বাসিন্দা নাহার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ২৯৩ জন রোগী ভর্তি হয়েছেন খুমেকে। বর্তমানে হাসপাতালে ৪৫ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ৯ জনকে ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

আরও খবর

🔝