শিরোনাম |
দক্ষিণী সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা রাধিকা কুমারস্বামীকে অনেকেই হয়তো চিনবেন। কেননা, তিনি একসময়ের জনপ্রিয় নায়িকা ছিলেন। কন্নড় সিনেমার পরিচিত মুখ তিনি। তবে সিনে জীবনকে ছাপিয়ে ব্যক্তিজীব নিয়েই বেশি আলোচিত তিনি। কারণ এই অভিনেত্রী বিয়ে করেছেন কর্নাটকের রাজনীতিবিদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে। যে কিনা রাধিকার চেয়ে বয়সে ২৭ বছরের বড়।
২০০৬ সালে তাদের এই বিয়ে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে রাজনৈতিক মহলে কম আলোচনা হয়নি। কারণ বিয়ের পরপরই অভিনেত্রী অভিনয় ক্যারিয়ারের ইতি টানেন।
বিয়ের সময় রাধিকা এইচডি কুমারস্বামীর থেকে প্রায় ২৭ বছরের ছোট ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, এটি ছিল তাদের দু'জনেরই দ্বিতীয় বিয়ে। এইচডি কুমারস্বামীর প্রথম বিয়ে অনিতার সঙ্গে ১৯৮৬ সালে হয়েছিল, যেখানে রাধিকার প্রথম বিয়ে হয়েছিল ২০০০ সালে। যা বেশিদিন টেকেনি৷
রাধিকার বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মেয়ের বিয়ের বিরুদ্ধে ছিলেন। কিন্তু প্রেমে পাগল রাধিকা সেসব বাধা শোনেনিন। রীতিমতো পরিবারের অবাধ্য হয়েই বাড়ি ছেলে কুমারস্বামীকে গোপনে বিয়ে করেন।
মাত্র ১৪ বছর বয়সে 'নীনাগাগি' ছবির মাধ্যমে রাধিকা তার অভিনয় জীবন শুরু করেন। তখন সে নবম শ্রেণিতে পড়াশুনো করতেন। ২০০২ সালের ছবি 'নীলা মেঘ শামা' থেকে জনপ্রিয়তা পান তিনি।
ক্যারিয়ারে রাধিকা প্রায় ৩০টি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু এরকম ডাকসাইটে নেতার ঘরণী হওয়ার পরে তার অভিনয় ক্যারিয়ার থেমে যায়। নায়িকা হিসেবে পর্দায় কাজ করা বন্ধ করে দেন।
এরপর চলচ্চিত্র প্রযোজক হিসেবে অভিষেক ঘটে। নির্মাতা হিসেবে তার প্রথম ছবি ছিল ‘লাকি’৷ সময়ের সঙ্গে দক্ষিণী সিনেমায় নিজেকে প্রযোজক হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন।
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিয়ে করে তিনি এখন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। তার মোট সম্পদের পরিমাণ ১২৪ কোটি টাকা। যেখানে স্বামীর সম্পদ রয়েছে মাত্র ৪৪ কোটি।