gramerkagoj
শুক্রবার ● ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
gramerkagoj
বাংলাদেশে আসছেন নেইমার
প্রকাশ : সোমবার, ৭ অক্টোবর , ২০২৪, ০৫:১০:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-10-07_6703c42848a27.JPG

গত বছর বাংলাদশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এরপর এসেছেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। এবার লাল সবুজের দেশে আসছেন ব্রাজিলিয়ান সেনসেইশন নেইমার। আগামী বছরের শুরুর দিকেই আসতে পারেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।
মার্টিনেজ ও রোনালদিনহো বাংলাদেশে আগমন নিয়ে হয়েছিল সমালোচনা। ফুটবল ভক্তরা সেভাবে দেখতে পারেননি তাদের। তবে নেইমারকে কাছে খালি চোখে দেখতে পারবেন ভক্তরা। এমনটি জানিয়েছেন রবিন মিয়া। বাংলাদেশি বংশদ্ভূত রবিন, সম্পর্কে নেইমারের বন্ধু। দীর্ঘদিন ধরে ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে কাজ আসছেন তিনি।
নেইমারের বাংলাদেশে আসা প্রসঙ্গে দেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রবিন বলেন, নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশাকরি, আগামী বছরের শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব।
মার্টিনেজ-রোনালদিনহোর মতো নেইমারের বেলায় বিতর্কের সৃষ্টি যেন না সেদিকে খেয়াল রাখবেন বলে জানিয়েছেন রবিন।

আরও খবর

🔝