শিরোনাম |
নড়াইল সদর উপজেলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পিয়ালি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (৭ অক্টোবর) সকালে নড়াইল সদরের বাশভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিয়ালি অধিকারী নড়াইল সদরের মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামের বিরেন অধিকারীর মেয়ে। নিহত পিয়ালী সংগীত শিল্পী ছিলেন। তার মৃত্যুর ঘটনায় নড়াইলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কর্মকর্তারা শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পিয়ালির বাবা বিরেন অধিকারী জানান, প্রতিদিনের মতো মেয়ে সকালে বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরত্বের নড়াইল শহরে এসে প্রাইভেট পড়ে ইজিবাইকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাশভিটা এলাকায় গেলে তার কামিজের কাপড় ইজিবাইকের মোটরের সঙ্গে জড়িয়ে গেলে গুরুতর জখম হয়। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে জানতে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।