gramerkagoj
শুক্রবার ● ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
gramerkagoj
নড়াইলে সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু
প্রকাশ : সোমবার, ৭ অক্টোবর , ২০২৪, ০৭:৩০:০০ পিএম
আব্দুল কাদের, নড়াইল অফিস:
GK_2024-10-07_6703e300bfb22.jpg

নড়াইলে সাপের কামড়ে এনি রায় (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ভোরে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনি রায় সদরের মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের বিশংকর রায়ের কন্যা এবং নড়াইল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

নিহতের কাকা শিক্ষক স্বপন রায় জানান, ভাইজি এনি রোববার রাতে খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। রাত ১২ টার দিকে এনি বিছানা থেকে জেগে ওঠে বাবা-মাকে বলে তাকে কিছু একটা কামড়িয়েছে এবং জ্বালা-যন্ত্রনা করছে। এক পর্যায়ে বিছানার চাদর ও তোষক সরানোর সময় একটি বিষধর সাপ দেখা যায়। পরে সাপের ছবিসহ তার ২ টার দিকে তাকে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। রাত ৪ টার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ বিষয়ে নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী বিষয়টি বলেন, রোগিকে হাসপাতালে আনতে অনেক দেরী হয়ে গেছে। আমরা এন্টি ভেনমসহ সমস্ত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।

আরও খবর

🔝