শিরোনাম |
ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার কারণে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তবে শুধু বরখাস্ত নয়, তাকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনরা।
ফেসবুকে সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের নিয়ে ঊর্মির দেওয়া পোস্টের জেরে গত দুদিন ধরে নানা সমালোচনা চলছে। এরমধ্যেই গতকাল রোববার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বিকালে তাকে বরখাস্ত করা হয়।
বরখাস্তের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর উর্মিকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। তারা বলছেন, উর্মি স্বৈরাচারের দোসর, শুধু বরখাস্ত না, তাকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, শনিবার তাপসী তাবাসসুম ঊর্মি নিজের ফেসবুকে লিখেছেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’
পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে ঊর্মি গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে তার এই প্রতিক্রিয়া।