gramerkagoj
শনিবার ● ১০ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
gramerkagoj
যেভাবে আমড়ার আচার তৈরি করবেন
প্রকাশ : মঙ্গলবার, ৮ অক্টোবর , ২০২৪, ০১:০৯:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-10-08_6704d9a5addd3.jpg

আমড়ার টকঝাল মিষ্টি আচার। নানি-দাদি, মা-চাচিদের তৈরি কত মজার আচার খেয়েছি। এমনকি চুরি করে খেতে গিয়ে ধরা! আমাদের জীবনে এমন অনেক স্মৃতিই জড়িয়ে আছে। খিচুড়ি কিংবা ভাতের সাথে আচার হলে যেন খাবার পরিপূর্ণতা পায়। কিন্তু এখন আর সেই আগের আচার কেউ বানায় না। আচার বানানোর চর্চা যেন উঠেই গিয়েছে। তাই বলে কি আচার খাবো না? ও মা, আচারের কথা শুনে আপনার জিভে পানি এসে গেছে? তাহলে আর দেরি কেন, ঝটপট বানিয়ে নিন আমড়ার টকঝাল মিষ্টি আচার-
১. এক কেজি আমড়া ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিন। একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে আমড়াগুলো খুব ভালো করে ধুয়ে নিন। যাতে কষ না থাকে। এবার এক একটি আমড়া নিয়ে চাকু দিয়ে লম্বা লম্বি করে চার/পাঁচ জায়গা চিরে দিন। এবার এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া আর পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিন।
২. মশলার জন্য একটি বাটিতে এক টেবিল চামচ পাঁচফোড়ন এবং তিন/ চারটি শুকনো মরিচ নিন তারপর ব্লেন্ডারে আধাভাঙা করে নিন।
৩. একটি কড়াইতে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিন। এর মধ্যে তিনটি শুকনো মরিচ, চার/পাঁচ কোয়া রসুন দিয়ে দিন। এবার এর মধ্যে আমড়াগুলো দিয়ে নাড়তে থাকুন। কিছু সময় ভেজে নিয়ে আধা কাপ চিনি, আধা কাপ তেঁতুলের ক্বাথ এবং গুঁড়া করে রাখা মশলা দিয়ে দিন। এবার আধা চা চামচ শুকনো মরিচের গুড়া দিন, এতে সুন্দর একটা রং আসবে। এ পর্যায়ে আধা কাপ পানি দিন। সবগুলো মশলা নেড়েচেড়ে ঢেকে রাখুন। পনেরো মিনিটের মতো রান্না করুন। এর মধ্যে দুই বার নেড়েচেড়ে নেবেন। এ পর্যায়ে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিন। এক টেবিল চামচ কাসুন্দি আর পরিমাণ মতো বিট লবণ মেশান। কাসুন্দি চাইলে এড়িয়েও যেতে পারেন। আচারের রং লাল হয়ে এলে চুলা বন্ধ করে দিন।
এই আচার সঙ্গে সঙ্গে পরিবেশন করতে পারেন আবার কাচের বয়ামে সংরক্ষণও করতে পারেন। সংরক্ষণ করলে মাঝে মাঝে রোদে দিতে হবে।

আরও খবর

🔝