gramerkagoj
সোমবার ● ১২ মে ২০২৫ ২৯ বৈশাখ ১৪৩২
gramerkagoj
উত্তর ললিতাদাহ গ্রামের হায়দার আলী হত্যার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : মঙ্গলবার, ৮ অক্টোবর , ২০২৪, ০৯:৩৮:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-10-08_6705520b82583.jpg

যশোর সদর উপজেলার উত্তর ললিতাদাহ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হায়দার আলীকে হত্যার আট বছর পর ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার নিহতের স্ত্রী সুফিয়া বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কিনা প্রতিবেদনসহ আদালতের জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এমএ গফুর।
আসামিরা হলেন, যশোর সদর উপজেলার উত্তর ললিতাদাহ গ্রামের সাদ্দাম মির্জা, জামাল হোসেন, ইব্রাহিম হোসেন, ওবাইদুর রহমান বাবু, রিয়াজ হোসেন ও মুরাদগড় গ্রামের সাজেদুর রহমান মিন্টু।
মামলার অভিযোগে জানা গেছে,আসামি ওবাইদুর রহমান বাবুর সাথে জমি নিয়ে বিরোধ চলছিল হায়দার আলীর। আসমিরা হায়দার আলীর জমি দখলের জন্য তাকে খুন-জখমের পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ৬ ডিসেম্বর বিকেলে সাতমাইল বাজারে যায় হায়দার আলী। এ সময় আসামিরা মিন্টুর রড-সিমেন্টের দোকানের সামনে হায়দার আলীকে পেয়ে কুপিয়ে গুরুতর জখম করে মৃত্যু ভেবে ফেলে রেখে যায়। বাজারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরদিন হায়দার আলীকে স্বজনেরা ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় হায়দার আলী ১৫ ডিসেম্বর মারা যান। আসামিরা প্রভাবশালী হওয়ায় এ হত্যার ঘটনায় থানায় মামলা করা যায়নি। বর্তমানে পরিবেশ অনুকূলে আশায় তিনি আদালতে এ মামলা করেছেন।

 

আরও খবর

🔝