gramerkagoj
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা

জেসিয়ার গাউনে বাংলাদেশের ছাত্র আন্দোলনের স্লোগান
প্রকাশ : সোমবার, ২৮ অক্টোবর , ২০২৪, ০৪:২৭:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-10-28_671f63680e204.jpg

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশি মডেল জেসিয়া ইসলাম। এ প্রতিযোগিতায় সুইমস্যুট পরায় সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। জেসিয়া বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুইমস্যুট রাউন্ড আত্মবিশ্বাস, ফিটনেস ও ব্যক্তিত্ব তুলে ধরার জন্য রাখা হয় এবং এতে সব প্রতিযোগীরাই অংশ নেন।
মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় শীর্ষ ৭০ জন প্রতিযোগীর সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে নামেন তিনি। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে নানা লুকে মঞ্চ মাতিয়েছেন এই মডেল। কখনো খোলামেলা পোশাকে উত্তাপ ছড়িয়েছেন আবার কখনো তাঁর পোশাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করা শব্দগুলো নিজের গাউনে তুলে ধরেন জেসিয়া।
সোনালি রঙের স্লিট ককটেইল শাড়িতে ‘সোনার বাংলা’-কে বিষয়বস্তু করে তৈরি করা হয় জেসিয়ার এই পোশাক। পোশাকের টেল গাউনে কালো রঙে লেখা ছিল ‘#কোটা_আন্দোলন’, ‘#মুক্তি’, ‘#ছাত্র_জনতা’, ‘#মুক্ত_বাংলা’, ‘#শান্তি’, ‘#save_Bangladeshi_students’, ‘#কোটা_বাতিল’, ‘#সমান_অধিকার’, ‘#peace’, ‘#Victory’, ‘#Bangladeshi_student_movement’, ‘#কোটা_বাতিল’, ‘#বিচার_চাই’।
‘মিস গ্র্যান্ড ২০২৪’-এর গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছেন ভারতের মডেল র‌্যাচেল রুপ্তা। প্রথম রানার আপ হন ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা, দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থে সু নি এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি।
জেসিয়া ছিলেন সেরা ২০ জনের তালিকায়। সেখানেই শেষ হয় এই মডেলের যাত্রা। তবে বিশ্বমঞ্চে আরো একবার বাংলাদেশের নাম তুলে ধরেছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন জেসিয়া ইসলাম। তারপর নানা ঘটনায় অনেকবারই আলোচনায় এসেছেন তিনি। এরমধ্যে প্রেম-বিচ্ছেদ, অভিনয়-মডেলিং সবই সমান তালে করেছেন জেসিয়া।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝