gramerkagoj
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
গাজা ও লেবাননে ইসরায়েলি গণহত্যা
প্রকাশ : বুধবার, ৩০ অক্টোবর , ২০২৪, ১০:৫১:০০ এএম
:
GK_2024-10-30_6721bb61ae9e4.jpg

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ২১ জন নিহত হয়েছেন। সোমবার এসব তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪২ হাজার ৯২০ ছাড়িয়েছে। রোববার (২৭ অক্টোবর) ইসরায়েলি বাহিনী গাজাজুড়ে কমপক্ষে আরও ৫৩ জন ও লেবাননে ২১ জনকে হত্যা করেছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে অন্তত ৪৬ জনের উপত্যকাটির উত্তরাঞ্চলে অবস্থান করছিলেন।
ফিলিস্তিনি চিকিৎসক হুসেইন আল-হালাবি বলেছেন, ইসরায়েলি যুদ্ধবিমান উত্তর গাজার আসমা স্কুল লক্ষ্য করে হামলা চালিয়েছে। আহত বিপুল সংখ্যক মানুষকে আল-আহলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে রয়েছেন আরও বেশ কয়েকজন। এই স্কুলটি জাবালিয়া ও গাজা শহরের পশ্চিম এলাকা থেকে বাস্তুচ্যুত লোকেদের আশ্রয়স্থল ছিল। চার সপ্তাহ ধরে উত্তর গাজায় ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েল। কিছু মেডিকেল সূত্র আল জাজিরাকে বলেছে, এই সময়ের মধ্যে অন্তত এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্তমানে গাজার আবাসিক এলাকায় বোমা হামলা, গণগ্রেফতার ও অবরোধ আরও জোরদার করেছে ইসরায়েল। রোববার লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় আরও ২১ জন নিহত হয়েছেন। মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।
এই গণহত্যা অবিলম্বে বন্ধ হোক এমন প্রত্যাশাও ইদানিং নিরর্থক হয়ে গেছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝