gramerkagoj
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫ ১০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
রাজশাহীতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে বাসচাপায় মেয়ের মৃত্যু
প্রকাশ : বুধবার, ৩০ অক্টোবর , ২০২৪, ০১:১৫:০০ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো:
GK_2024-10-30_6721dd147af95.jpg

মায়ের কোল থেকে ছিটকে পড়ে বাসের চাপায় মারিয়া আক্তার যুথি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার সময় নগরীর বোয়ালিয়া থানার ভদ্রা মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যান চালক। পরে পুলিশ বাসটি আটক করেছে।
নিহত যুথি রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী এলাকার হাসান মোল্লার মেয়ে। যুথির মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনাস্থলে থাকা সাইদুর ইসলাম নামে এক যুবক জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটির চালক ছিলেন যুথির নানা। যুথি ও আরেক সন্তানকে নিয়ে তার মা রিকশায় বসে ছিলেন। তারা মেহেরচণ্ডীর দিক থেকে এসে ভদ্রামোড়ে গোল চত্বর পার হচ্ছিল। এ সময় নগরীর তালাইমারীর দিক থেকে ছেড়ে আসা একটি বাস অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে যুথি ছিটকে পরে সড়কের ওপরে পড়ে যায়। এ সময় বাসের চাকা যুথির শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই যুথির মৃত্যু হয়।
এ ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। পরে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ভদ্রা মোড়ের বাস কাউন্টারগুলো বন্ধ রয়েছে। সড়কের ওপরে যানবাহনের ভাঙা কাচ পড়ে আছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক-হেলপার পালিয়ে গেছে । পরিস্থিতি এখন শান্ত। এ বিষয়ে মামলা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর

🔝