gramerkagoj
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সাতক্ষীরা আদালতে নতুন ৩৪ জন পিপি, এপিপি, জিপি ও এজিপি নিয়োগ
প্রকাশ : বুধবার, ৩০ অক্টোবর , ২০২৪, ০২:১৩:০০ পিএম
সাতক্ষীরা প্রতিনিধি:
GK_2024-10-30_6721ee264bc94.jpg

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত ও অধীনস্থ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩৪ জন পিপি (পাবলিক প্রসিকিউটর), অতিরিক্ত পিপি, এপিপি, জিপি ও এজিপি নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সলিসিটর সানা মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশে তাদের নিয়োগ দেওয়া হয়।
এতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাড. শেখ আব্দুস সাত্তার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাড. শেখ আলমগীর আশরাফ এবং সরকারি কৌশুলী-জিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাড. অসীম কুমার মন্ডল।
এছাড়া, ১৪ জনকে অতিরিক্ত পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরা হলেন- অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, কামরুজ্জামান ভুট্টো, মোস্তফা জামান, গোলাম গনি দুদু, এবিএম ইমরান শাওন, আরিফুর রহমান আলো, জালাল উদ্দীন, শিহাব মাসউদ সাচ্চু, শেখ আবু সাঈদ রাজা, রফিকুল ইসলাম (৩), সিরাজুল ইসলাম (৫), আব্দুল জলিল, সাঈদুর রহমান সাঈদ ও আবু বকর সিদ্দিক।
১২ জন এপিপি হলেন, অ্যাড. উম্মে হাবিবা রূপা, নজরুল ইসলাম, এসএম আজিজুল হক, শাহানা ইমরোজ, তারিক ইকবাল অপু, শাহাদাত হোসেন (৪), শেখ মাহমুদুল হাসান জিকো, ফাতিমা ফারজানা ফেরদৌসি, শহিদুল ইসলাম (২), সাইফুজ্জামান মিঠু, হুমায়ুন কবির ও বিএম মিজানুর রহমান মিন্টু।
এছাড়া, পাঁচজন এজিপি হলেন, অ্যাড. জিএম ফিরোজ আহমেদ, মেহেদী হাসান, শেখ আলাউদ্দীন, হাসনাত মনির ও আব্দুর রাজ্জাক (২)।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝