gramerkagoj
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
লামায় তথ্য অফিস কর্তৃক মতবিনিময় সভা
প্রকাশ : বুধবার, ৩০ অক্টোবর , ২০২৪, ০৪:৩৩:০০ পিএম
জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধি:
GK_2024-10-30_67220b5a75ebd.jpg

লামা (জেলা) তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২৫ অর্থ বছরের আওতায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর লামা সরকারি মাতামুহুরি কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম। অনুষ্ঠানে প্রধান বক্তা লামা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা বলেন, উন্নত সমাজ গড়তে হলে শিক্ষার পাশিপাশি হিউম্যান ডেভেলপ করতে হবে। তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে জনসম্পৃক্ততাতো অবশ্যই, তার সাথে তরুণদেরকে দক্ষ জনশক্তি, বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বাংলা বিভাগের প্রভাষক আক্তার কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন কলেজের একাউন্টিং বিভাগের প্রভাষক মুহাম্মদ সামশুল আলম। লামা (জেলা) সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন, আইসিটি প্রভাষক মোঃ আবু তালেব, অর্থনীতি প্রভাষক মোঃ রফিকুল ইসলাম খাঁ, বীর মুক্তিযোদ্ধা লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, লামা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ রফিকুল ইসলাম, রিপোর্টার ক্লাব সভাপতি মোঃ তৈয়ব আলী। শিক্ষার্থীদের মধ্যে থেক বক্তব্য রাখেন: সুপ্রিয় দিশা, ১ম বর্ষ, মানবিক বিভাগ, কামরুল হাসান আকাশ, মানবিক, ১ম বর্ষ ও মো. ওমর ফারুক সামি, ১ম বর্ষ মাতামুহুরি কলেজ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝