gramerkagoj
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে
প্রকাশ : বুধবার, ৩০ অক্টোবর , ২০২৪, ০৪:৫০:০০ পিএম
রাজশাহী ব্যুরো:
GK_2024-10-30_67220e50d316f.jpg

বাস শ্রমিকদের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে বন্ধ হওয়া রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ২টা থেকে বাস চলাচল শুরু হয়। ফলে একটানা দুই দিন বন্ধ থাকার পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক হলো।
বুধবার দুপুরে বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি। তিনি বলেন, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ যে বাসের টিকিট কাউন্টারগুলো রয়েছে তাদেরকে সমস্যা সমাধানের বিষয়টি ফোনে জানানো হয়েছে। তারা এখন টিকিট বিক্রি করবে।
তিনি আরও বলেন, আজ বেলা ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসা হয়েছিল। আলোচনায় এই সমস্যার সমাধান হয়েছে। যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। বাস শ্রমিকরা আবার কাজে ফিরেছেন।
জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে এই দুই জেলার মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বাসের টিকিট কাউন্টারগুলো খোলা থাকলেও কার্যক্রমে স্থবিরতা লক্ষ্য করা যায়। বাস চালুর খবরে আবারও যাত্রীরা আসতে শুরু করেছে কাউন্টারগুলোতে।
প্রসঙ্গত, বাসে ভাড়া দেওয়া নিয়ে বাকবিতণ্ডা ও পরবর্তীতে মারধরের জেরে বাস বন্ধের এই ঘটনা ঘটে। এই ঘটনায় মাসুদ পরিবহনের চালক ও সুপারভাইজার গত ২৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিকদের হাতে আহত হন। পরদিন মারধরের শিকার হন হানিফ কেটিসি চালক সেলিম (৪০), ন্যাশনাল ট্রাভেলসের চালক লিটন (৪৫) ও হানিফ পরিবহনের শামীম (৪৮)। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝