gramerkagoj
বুধবার ● ১৯ মার্চ ২০২৫ ৫ চৈত্র ১৪৩১
gramerkagoj
অবশ্যকীয় জিনিসের ঘাটতি কোনোভাবেই হতে দেবো না : অর্থ উপদেষ্টা
প্রকাশ : বুধবার, ৩০ অক্টোবর , ২০২৪, ০৫:০৩:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-10-30_67220eda25911.jpg

অবশ্যকীয় জিনিসের ঘাটতি কোনোভাবেই হতে দেবো না বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, মানুষের কষ্ট হয় এমন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না। পণ্যের ঘাটতি যাতে না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে।
বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।
তিনি বলেন, আমরা বারে বারে বলেছি, অবশ্যকীয় জিনিসের ঘাটতি আমরা হতে দেবো না। সার আমদানি, চিনি, ছোলা, সয়াবিন তেল- এই চারটিই খুব গুরুত্বপূর্ণ। এর চারটি পণ্য আমরা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছি। সয়াবিন ও ছোলাটা রোজার জন্য। আমরা হয়তো কিছুদিন পর খেজুরের ব্যাপারেও সিদ্ধান্ত নেবো।
উপদেষ্টা বলেন, কোনো ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেটা আমরা দেখবো।
আমেরিকায় আপনার কী ঝামেলা হয়েছিল সেটা মানুষ জানতে চায়, এমন প্রশ্নে তিনি বলেন, আমি সেটা বলবো না।
টাকা পাচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা নিয়ে আমি পরে বলবো।

আরও খবর

🔝