শিরোনাম |
দৈনিক লোকসমাজ পত্রিকার সাবেক সার্কুলেশন ম্যানেজার, যশোর জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ও নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আশরাফুল আলম সেলিমের পিতা অবসরপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মকর্তা আব্দুর রাজ্জাক মঙ্গলবার রাত ২টা ৩৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার পাঁচ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, ভাই বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত ছিলেন।
মঙ্গলবার বাদ জোহর শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমী মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে শহরের ঘোপ কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যু সংবাদ শুনে মরহুমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দেন ও জানাজায় শরিক হন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মিয়া, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল গফুর, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ, যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, বিএনপি নেতা আব্দুর রহিম, সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন, মুস্তাফিজুর রহমান কবির, আজিজুর রহমান, সাজ্জাদ হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন লালটু, শাহজালাল, শাহাদত উল্লাহ লাল্টু, সম্মিলনী-৮৬ ব্যাচের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চুন্নু, মনিরুল ইসলাম, মির্জা মতিন হায়দার মিঠু, ইউনুস চৌধুরী, মোশারফ হোসেন, মারুফ মোস্তফা মিন্টু, আফতাব আহমেদ, আরিফ হোসেন, রফিকুল ইসলাম, সাজ্জাদ গনি খান রিমন, আব্দুস সাত্তার বিপলু, ফাহতাম মুবিন সাইকি, নুর ইসলাম স্বপনসহ গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়া, মৃত্যুর খবর পেয়ে বাড়িতে যান বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি যশোর জেলা শাখার সভাপতি জামাল উদ্দিন বিলু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা আসাদুল আলম ঝন্টু, সম্মিলনী-৮৬ ব্যাচের সভাপতি মিহির কান্তি সরকারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এদিকে, সংবাদকর্মী এবং নবান্ন সমাজ কল্যাণ সংস্থার নিবার্হী কমিটির সদস্য আশরাফুল আলম সেলিমের পিতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নবান্ন সংস্থার সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব যশোরের কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন।