gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
চট্টগ্রাম বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতি অনুষ্ঠান যশোরে
প্রকাশ : বুধবার, ৩০ অক্টোবর , ২০২৪, ০৮:০৮:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-10-30_672240a021d5d.jpg

চট্টগ্রাম বন গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি হয়েছে যশোরে। বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই পরিচিতি অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান।
চট্টগ্রাম বন গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় কর্মকর্তা শেখ মোহাম্মদ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন আরেক বিভাগীয় কর্মকর্তা ডক্টর রওশন আলী মণ্ডল। কোরআন তেলোয়াত করেন মিজানুর রহমান। এ সময় যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সুশান্ত কুমার তরফদারও বক্তৃতা করেন।
এরপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরিচিতি অনুষ্ঠানে বাঁশ উৎপাদন ও ব্যবহার, তালের উৎপাদন ও রোপণ পদ্ধতি, বেতের চারা উৎপাদন, চাষ ও ব্যবহার, কৃষি জমির আইলে বৃক্ষ রোপণ, গৃহ নির্মাণ সামগ্রী হিসেবে সিমেন্ট-বন্ডেড পার্টিকেল বোর্ড, আসবাব ও গৃহনির্মাণ সামগ্রী তৈরিতে রাবার কাঠের ব্যবহার, কাঠে ঘুন পোকা রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আরও খবর

🔝